আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ১০ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ল মঙ্গোলিয়া। আইসিসি মেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ এশিয়া কোলিয়াফায়ারে এ গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে এই দশা হয় দেশটির। তবে আইল অব ম্যানের গড়া আগের রেকর্ডটি পাশে যৌথভাবে বসল মঙ্গোলিয়া। যেখানে গত বছরই স্পেনের বিপক্ষে দ্বীপরাষ্ট্র আইল অব ম্যান ১০ রানে অলআউট হয়েছিল।
আজ বাঙ্গিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা মঙ্গোলিয়ার কোনো ব্যাটারই ২ রানে বেশি করতে পারেনি। তাদের ব্যাটারদের স্কোরগুলো ছিল অনেকটা ফোন নম্বরের মতো। যথাক্রমে ০, ১, ০, ১, ২, ০, ০, ১, ২, ০, ১। অতিরিক্ত থেকে আসে আরও ২ রান। এই স্কোর করতে যদিও ১০ ওভার খেলে দেশটি।
সিঙ্গাপুরের বোলারদের মধ্যে হার্শা ভারদওয়াজ ৪ ওভারে মাত্র ৩ রানে ৬টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ও ৫ বলেই জয় তুলে নেয় সিঙ্গাপুর।
এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ৫টি দলীয় সংগ্রহের ৩টিতেই নাম রয়েছে মঙ্গোলিয়ার। তারা এ বছরই দুবার ১২ ও ১৭ রানে অলআউট হয়েছিল।
No comments:
Post a Comment