পাঁচ তারকা হোটেলে শ্লীলতাহানির শিকার সংগীতশিল্পী - Newspaper24

Newspaper24

দেশ বিদেশের সব খবর সবার আগে।

Breaking

Home Top Ad

Wednesday, 4 September 2024

পাঁচ তারকা হোটেলে শ্লীলতাহানির শিকার সংগীতশিল্পী

 


পাঁচতারকা বিশিষ্ট বিলাসবহুল এক হোটেলে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক নারী সংগীতশিল্পী। তার দাবি, তাকে অশালীন স্পর্শ করেছেন হোটেলের কর্মকর্তারা। ভারতের পশ্চিমবঙ্গে ঘটেছে এই ঘটনা।

ভারতীয় গণমাধ্যমের খবর, টেলিভিশনের জনপ্রিয় একটি শোয়ে ছিলেন ভুক্তভোগী ওই সংগীতশিল্পী। মঙ্গলবার রাতে এক বন্ধুর জন্মদিন পালন করতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন সেই সংগীতশিল্পীর অন্যান্য বন্ধু এবং বোনও। সেখানেই ঘটে এক অপ্রীতিকর ঘটনা।

তবে সেই শিল্পীর পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি জানিয়েছেন, হোটেলে থাকা মধ্যবয়সী দুইজন পুরুষ তাদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এমনকি অশ্লীলভাবে স্পর্শ করতে শুরু করেন। হঠাৎ করে এরকম দুজনকে দেখে তারা অবাক হয়ে পড়েন। ওই দুই অভিযুক্ত শুধু অশালীনভাবে স্পষ্ট করেছিলেন না, তার বন্ধুর স্ত্রীর সঙ্গেও খারাপ আচরণ করেন; তাকে নিয়ে জোর করে নাচতে চান। এছাড়াও অনুষ্ঠানে এক নারী শিল্পী গান গাইছিলেন, তাকেও বিরক্ত করা হয়।

হেনস্থা এবং শ্লীলতাহানির মুখে পড়ার পর ভুক্তভোগীরা যখন হোটেলের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চান, সেটা দিতে নারাজ হয় হোটেল কর্তৃপক্ষ। পরবর্তীতে পুলিশ সেখানে পৌঁছে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

No comments:

Post a Comment