এ এক মৃত্যহীন গ্রাম! পৃথিবীতেই রয়েছে এমন এক গ্রাম। যেখানে জন্মালেও মৃত্যু হয় না। আজব এ গ্রামের খ্যাতি তাই বিশ্বজোড়া। কিন্তু কী করে সম্ভব তা! বিস্মিত বিশ্ববাসী। মানব শরীর নশ্বর। তাই জন্মালে মৃত্যু হবে, অমর কে কোথা রবে-এটাই রীতি। কিন্তু এ গ্রাম সেই ধারাকে ভেঙে দিয়েছে।
পৃথিবীতে অনেক কিছুই নিষিদ্ধ তা বলে যে মৃত্যুকেও নিষিদ্ধ করা যায়, তা এই গ্রামই প্রমাণ। জন্মালে মৃত্যু যেখানে অবধারিত সেখানে এ গ্রাম মৃত্যুকেই নিষেদের বাঁধনে বেঁধে ফেলেছে। অসম্ভবকে সম্ভব করে তুলেছে এক আজব নিদানে। সেই নিরিখে এ এক আজব গ্রাম।
কোথায় রয়েছে এমন গ্রাম, যেখানে মৃত্যু নেই। গ্রামে জন্মালেও এ গ্রামে কেউ মারা যান না! ফ্রান্সে রয়েছে এমন আজব গ্রাম। এই গ্রামে সব কিছু করা যায়, শুধু মরা যায় না। নিদান দেওয়াই আছে, আর যা কিছু করো, কিন্তু মরতে পারবে না! মরাই শুধু অপরাধ।
এ গ্রামে মরেও মুক্তি নেই। জীবন ছেড়ে মৃত্যুর কোলে ঢলে পড়লে আপনার পরিবারকে পেতে হবে কঠোর শাস্তি। কিছুতেই মরা যাবে না। তাহলে পরপারের ডাক এলে কী করবেন মানুষ? যখনই জীবন ছেড়ে মৃত্যুর কোলে ঢলে পড়বেন কোনও মানুষ, তার আগে তাঁকে নিয়ে চলে যেতে হবে গ্রামের বাইরে।
মৃত্যুর সময় এলেই গ্রাম থেকে বিতাড়িত হতে হয়। আর যদি গ্রামে কারও মৃত্যু হয়, তবে তার পরিবারকে শাস্তি দেওয়াই নিদান এ গ্রামে। এমনই আদেশ জারি করা হয়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের গ্রাম সারপোরেনেক্সে। সারপোরেনেক্সের মেয়ক জেরান্ড লালন এই নিদান জারি করেছেন।
২০০৮ সাল থেকে এই আদেশ জারি হয়েছে। তারপর থেকে এ গ্রামে কারও মৃত্যু হয়নি। মৃত্যুর আগে তাঁকে অন্য গ্রামে নিয়ে যাওয়া হয়। কঠোর শাস্তির ভয়ে প্রতিটি পরিবার এই নিদান বা আদেশ অক্ষরে অক্ষরে পালন করে প্রতিটি পরিবার। ফলে ১৫ বছর ধরে মৃত্যুহীন গ্রামে রূপান্তরিত হয়েছে ফ্রান্সের সারপোরেনেক্স।
কিন্তু কেন এমন নিদান দেওয়া হয়েছে? আসলে এ গ্রামে কোনও মৃত ব্যক্তিকে সমাধি দেওয়া জায়গা নেই। সমাধিক্ষেত্র ভর্তি হয়ে গিয়েছে। তাই এই গ্রামে মৃত্যুকেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তিকে বাড়িতে আনার নিয়মও নেই। ২৮০ পরিবারের বাস ছোট্ট এই গ্রামে। তারা এই নিয়ম মেনে চলতে বাধ্য। নইলে ঝুলছে কড়া শাস্তির খাঁড়া!
No comments:
Post a Comment