পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার জয় - Newspaper24

Newspaper24

দেশ বিদেশের সব খবর সবার আগে।

Breaking

Home Top Ad

Wednesday, 4 September 2024

পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার জয়

 


অস্ট্রেলিয়া দল ইংল্যান্ড সফরের আগে স্কটল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। যেখানে প্রথম টি-টোয়েন্টিতে ট্রাভিস হেড ও মিচেল মার্শদের তাণ্ডবে দিশেহারাই হতে হলো স্কটিশদের।

মঙ্গলবার এডিনবরার গ্রেঞ্জ ক্রিকেট ক্লাব মাঠে স্কটল্যান্ডের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে মাত্র ৯.৪ ওভারেই তাড়া করে ফেলেছে অস্ট্রেলিয়া! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়ের রেকর্ড এখন এটিই।

অস্ট্রেলিয়া পাওয়ার প্লেতে গড়েছে আবার বিশ্ব রেকর্ডও। দলটি ৬ ওভারেই তুলেছে ১১৩ রান। আগের সর্বোচ্চ ছিল ১০২ রান; যা গত বছরের ২৬ মার্চ সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই দিন ক্যারিবীয়দের দেওয়া ২৫৯ রানের লক্ষ্য ছুঁয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ডও গড়েছিল প্রোটিয়ারা।

যদিও রান তাড়ায় ইনিংসের তৃতীয় বলেই অভিষিক্ত জেইক ফ্রেজার-ম্যাগার্ককে হারায় অস্ট্রেলিয়া। তবে এরপর ব্যাট হাতে মহাপ্রলয় বইয়ে দেন আরেক ওপেনার ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ। তিনে নামা মার্শ ৫টি চার ও ৩টি ছক্কায় ৩২৫ স্ট্রাইক রেটে ১২ বলে ৩৯ রান করে আউট হন। হেডকে অবশ্য সহসা থামানো যায়নি। ১২টি চার ও ৫টি ছক্কায় ২৫ বলে ৮০ রান করে তিনি যখন আউট হন, অস্ট্রেলিয়া তখন জয় থেকে মাত্র ৩২ রান দূরে।

ইনিংসটি খেলার পথে হেড ১৭ বলে ফিফটি পূরণ করেছেন, যা টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে যৌথভাবে দ্রুততম। ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মার্কাস স্টয়নিসও ১৭ বলে ফিফটি ছুঁয়েছিলেন। সেই স্টয়নিসকে নিয়েই আজ নিয়ে বাকি কাজ সারেন জশ ইংলিস।

টস হেরে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে স্কটল্যান্ড। শন অ্যাবট, অ্যাডাম জাম্পা, জাভিয়ের বার্টলেটদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিক দলের কোনো ব্যাটাররা বড় ইনিংস উপহার দিতে পারেননি। ওপেনার জর্জ মানসে সর্বোচ্চ ২৮ রান করেন। ম্যাথু ক্রসের ব্যাট থেকে এসেছে ২৭ রান। ৩৯ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার অ্যাবট। জাম্পা ও বার্টলেট ২টি করে উইকেট নিয়েছেন।

আগামী শুক্রবার একই মাঠে সিরিজের টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে স্কটল্যান্ড-অস্ট্রেলিয়া।

No comments:

Post a Comment