হাঁ করে বিশ্বরেকর্ড, এক বারেই এই মহিলা খেয়ে নিতে পারেন আস্ত বার্গার! - Newspaper24

Newspaper24

দেশ বিদেশের সব খবর সবার আগে।

Breaking

Home Top Ad

Saturday, 7 September 2024

হাঁ করে বিশ্বরেকর্ড, এক বারেই এই মহিলা খেয়ে নিতে পারেন আস্ত বার্গার!

নাম তার সামান্থা রামসডেল। যুক্তরাষ্ট্রের বাসিন্দা তিনি। ৬.৫২ সেন্টিমিটার পর্যন্ত হাঁ করতে পারেন তিনি। এই মহিলা সম্প্রতি সবচেয়ে বড় হাঁ করে বিশ্ব রেডর্ক করেছেন। তিনি এক বার হাঁ করেই খেয়ে নিতে পারেন একটা বড় বার্গার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’-এর পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে । তাতে বলা হয়েছে মহিলা বিভাগে সবচেয়ে বড় হাঁ করে রেকর্ড গড়েছেন সামান্থা। ৬.৫২ সেন্টিমিটার পর্যন্ত হাঁ করতে পারেন তিনি। ভিডিওতে ৩২ বছর বয়সি সামান্থাকে দেখা যাচ্ছে কখনও আস্ত আপেল, কখনও গোটা কমলালেবু, বড় কুকি কিংবা বার্গার— সবই একবারে খেয়ে ফেলছেন তিনি। খুব ছোট থেকেই সামান্থা বুঝতে পেরেছিলেন অন্যদের চেয়ে তাঁর মুখ অনেকটা বড়। ছোটবেলার সব ছবিতে সামান্থার কান পর্যন্ত লম্বা চওড়া হাসি দেখে বন্ধুরাও মজা করতেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইট থেকে বলা হয়েছে, সামান্থার পরিবারের কারও এমন বৈশিষ্ট্য নেই। তিনি অন্যদের থেকে আলাদা।

No comments:

Post a Comment