পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দারুণ এই অর্জনের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চারে ওঠা টাইগাররা। এবার দলীয় র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ।
যদিও র্যাঙ্কিংয়ে অবস্থান পাল্টায়নি বাংলাদেশের। আগের মতোই নবম স্থানেই আছে। তবে ১৩টি রেটিং পয়েন্ট বেড়েছে নাজমুল হোসেন শান্তর দলের। পাকিস্তান সফরের আগে নয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ছিল ৫৩, সফর শেষে সেটি বেড়ে হয়েছে ৬৬।
এদিকে বাজে সময়ের মধ্যদিয়ে যাওয়া পাকিস্তান বড় ধাক্কা খেয়েছে র্যাঙ্কিংয়েও। দুই ধাপ পিছিয়ে আটে নেমে গেছে হোয়াইটওয়াশ হওয়া দলটি। ১৩টি রেটিং হারানো দলটির পতনে এক ধাপ করে ওপরে উঠে গেছে শ্রীলংকা (৬ষ্ঠ) ও ওয়েস্ট ইন্ডিজ (৭ম)।
সর্বশেষ পাকিস্তানের রেটিং পয়েন্ট ৭৬। আইসিসি এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্কিং প্রবর্তনের পর পাকিস্তানের এটিই সর্বনিম্ন পয়েন্ট। ঐতিহাসিক র্যাঙ্কিং ধরলে ১৯৬৫ সালের পর পাকিস্তানের সর্বনিম্ন রেটিং পয়েন্টও।
No comments:
Post a Comment