যেখানে উটের জন্যও আছে ট্রাফিক সিগন্যাল। - Newspaper24

Newspaper24

দেশ বিদেশের সব খবর সবার আগে।

Breaking

Home Top Ad

Thursday, 12 September 2024

যেখানে উটের জন্যও আছে ট্রাফিক সিগন্যাল।

ট্রাফিক সিগন্যাল সাধারণত ব্যবহার করা হয় যেন রাস্তায় চলাচল করার সময় গাড়ির সঙ্গে গাড়ির বা পথচারীর দুর্ঘটনা না ঘটে। তবে এই ট্রাফিক সিগন্যাল যদি শুধু গাড়ির জন্য ব্যবহার না করে উটদের জন্যও ব্যবহার করা হয়, তবে কেমন হয়? শুনতে আশ্চর্য লাগলেও চীনের উত্তরাঞ্চলে উটের জন্য রয়েছে এমন ট্রাফিক সিগন্যাল। উটের জন্য পৃথিবীতে প্রথমবার এই সিগন্যাল চালু করা হয়েছে। চীনের গাংসু প্রদেশের ডানহুয়াং শহরের উট ও পর্যটকদের কথা মাথায় রেখে চীনা প্রশাসন এমন ব্যবস্থা নিয়েছে বলে চীনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। বিশেষ এই ট্রাফিক সিগন্যালের সবুজ সংকেতে উট চলাচল করে এবং সিগন্যালটি যখন লাল সংকেত দেয়, তখন রাস্তায় চলাচল করা উটকে থামাতে হয়। এর ফলে চীনের মিংশা পর্বত ও ক্রিসেন্ট স্প্রিংয়ের দর্শনার্থীরা সেখানে চলাচল করা উটের সঙ্গে দুর্ঘটনায় না জড়িয়ে নিরাপদে চলাচল করতে পারেন। এর ফলে এই অঞ্চলে পর্যটকদের নিরাপত্তা বেড়েছে। পাশাপাশি পর্যটকের সংখ্যাও বাড়ছে।

No comments:

Post a Comment