বন্ধ থাকা পোশাক কারখানা কবে খুলছে, জানা গেল - Newspaper24

Newspaper24

দেশ বিদেশের সব খবর সবার আগে।

Breaking

Home Top Ad

Wednesday, 4 September 2024

বন্ধ থাকা পোশাক কারখানা কবে খুলছে, জানা গেল

 


নিরাপত্তা শঙ্কায় বন্ধ রয়েছে সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকার ১৬৭ পোশাক কারখানা। এসব কারখানা আগামীকাল বৃহস্পতিবার খুলে দেওয়া হবে জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

আজ বুধবার খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সাভার, আশুলিয়াসহ অন্যান্য এলাকায় পোশাক কারখানা খোলা হবে। বুধবার নিরাপত্তা শঙ্কা ১৬৭টি কারখানা বন্ধ ছিল।’

গত সোমবার আশুলিয়ায় পোশাক কারখানায় নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগসহ বিভিন্ন দাবিতে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরিপ্রত্যাশী শ্রমিকরা। তাদের দাবির মধ্যে ছিল বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণ। বিক্ষোভের কারণে সাভার ও গাজীপুরে আজ বুধবার কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষে জড়িত বেশিরভাগই বহিরাগত বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

আজ সচিবালয়ে তৈরি পোশাক শিল্প খাত ও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ে এক জরুরি বৈঠক শেষে হাসান আরিফ সাংবাদিকদের বলেন, ‘চারদিকে যে শ্রমিক অসন্তোষ হচ্ছে, তা নিয়ে আজ আমরা বৈঠক করেছি। আমরা খবর পাচ্ছি যে প্রকৃত শ্রমিক যারা, তারা কেউ নিজের বাড়ি পোড়াবেন না, কারণ এখানে তার জীবিকা। এটা বহিরাগতরা এসে করেছে।’

শ্রমিকদের উদ্দেশ করে উপদেষ্টা বলেন, ‘আপনারা (শ্রমিকরা) বাধা দেন, আপনারা বাধা দিলে আমরাও আপনাদের সঙ্গে থাকব। এমনভাবে তারা মিশে আছে যে, তাদের সেগরিগেট (আলাদা) করা ডিফিকাল্ট (কঠিন) হয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি ও শ্রমিকদের রক্ষায় কঠোর অবস্থান নেওয়া।’

No comments:

Post a Comment