নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট এবং সিরিজ হারানোর অভিজ্ঞতা পেয়েছে বাংলাদেশ। তবে বিজয় উদযাপন করার খুব বেশি সময় পাচ্ছে না টাইগাররা। ১৫ দিনের ব্যবধানে ফের মাঠে নামতে যাচ্ছে শান্তবাহিনী। এবার বাংলাদেশের মিশন ভারত।
ভারতের মাঠে বাংলাদেশকে খেলতে হবে। সেখানে অবশ্য টেস্ট ছাড়াও থাকছে টি-টোয়েন্টি সিরিজ। শুরুতে খেলতে হবে টেস্ট সিরিজ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে। এরপর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এই দুই ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে।
টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুদল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এই সিরিজ নিশ্চিতভাবেই কঠিন এক পরীক্ষা হতে চলেছে টাইগারদের জন্য। ৬ তারিখ প্রথম ম্যাচ হবে মধ্যপ্রদেশের গ্বালিয়রে। ম্যাচটি ধর্মশালায় হওয়ার কথা থাকলেও, সেখানে এখন চলছে সংস্কার কাজ।
এদিকে পরের দুই ম্যাচ ৯ এবং ১২ অক্টোবর। ৯ তারিখের ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আর ১২ তারিখের ম্যাচের ভেন্যু হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম। টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
No comments:
Post a Comment