আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে, আজ রবিবার সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের সব বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
একটি বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সিলেটে। অন্যদিকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে।
Sunday, 15 September 2024
সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment