ব্রাজিলে তিন শিংওয়ালা গরু! - Newspaper24

Newspaper24

দেশ বিদেশের সব খবর সবার আগে।

Breaking

Home Top Ad

Saturday, 14 September 2024

ব্রাজিলে তিন শিংওয়ালা গরু!


বিশাল এই পৃথিবীতে আশ্চর্যের কমতি নেই যেন। কখনো শোনা যায় দুই মাথাযুক্ত মানুষের কথা, 

কখনো বা শোনা যায় ছয় পাওয়ালা পশুর কথা। এসব ঘটনা আমাদের মনে বিস্ময় জাগায়। তেমনি একটি বিস্ময়-জাগানিয়া খবর পাওয়া গেছে ব্রাজিলে।

সেখানে পাওয়া গেছে তিন শিংয়ের গরু। গরুটির ভিডিওসহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল।

ব্রাজিলের একটি খামারের অদ্ভুত বৈশিষ্ট্যের ওই গরুর ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হলে অবাক হয় অনেক মানুষ। দুই শিংয়ের অন্য গরুগুলোর মধ্যে ব্যতিক্রমী গরুটি সবার নজর কাড়ে সহজেই।

সাধারণত তিন শিংয়ের গরু কোথাও দেখা যায় না। গরুটির তৃতীয় শিংটি আবার একেবারে কপালের মাঝখানে অবস্থিত, 

যা গণ্ডারের শিংয়ের মতো মনে হয়। গরুটির তিনটি শিং গজানোর কোনো স্পষ্ট কারণ না জানা গেলেও ধারণা করা হচ্ছে, বিচ্ছিন্ন একটি জেনেটিক মিউটেশনের ফলে এমনটি হতে পারে।




No comments:

Post a Comment