ফের পাঁচ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু - Newspaper24

Newspaper24

দেশ বিদেশের সব খবর সবার আগে।

Breaking

Home Top Ad

Wednesday, 4 September 2024

ফের পাঁচ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু


 

মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন। এদিন কাঠগড়ায় সাবেক তথ্যমন্ত্রীর হাসি নিয়ে আদালতে অনেক হইচই হয়েছে।

নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ডের পর মোহাম্মাদপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সবুজ রহমান ইনুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এদিন বিকাল পৌনে ৪টার দিকে পুলিশ ইনুকে আদালতে হাজির করে সিএমএম আদালতের হাজতখানায় রাখে।

রিমান্ড শুনানির আগে ৪টার দিকে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কাঠগড়ায় তোলা হয়। কাঠগড়ায় ওঠানোর পর পুলিশ ও আইনজীবীদের সঙ্গে মুখে হাসি নিয়ে কথা বললে বিদ্রƒপ করে বিএনপিপন্থি আইনজীবীরা তাকে কটাক্ষ করেন। ৪টা ৬ মিনিটে বিচারক এজলাসে উঠলে আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে কারণসহ ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

গত ২৫ আগস্ট বিকালে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। পরের দিন রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

No comments:

Post a Comment