আজিজ আহমেদ ও নিজাম হাজারীর বিরুদ্ধে দুদ‌কের অনুসন্ধান শুরু - Newspaper24

Newspaper24

দেশ বিদেশের সব খবর সবার আগে।

Breaking

Home Top Ad

Wednesday, 4 September 2024

আজিজ আহমেদ ও নিজাম হাজারীর বিরুদ্ধে দুদ‌কের অনুসন্ধান শুরু

 


সা‌বেক সেনাপ্রধান ‌জেনা‌রেল আজিজ আহমেদ ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারীর বিরু‌দ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নী‌তি দমন কমিশন (দুদক)। আজ বুধবার ক‌মিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুদ‌কের জনসং‌যোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, সা‌বেক সেনাপ্রধান জেনা‌রেল আজিজ আহ‌মেদ ও সা‌বেক এম‌পি নিজাম হাজারীর বিরু‌দ্ধে অ‌বৈধ সম্পদ অর্জনের অভি‌যোগ র‌য়ে‌ছে। তা‌দের সম্পদের তথ‌্য নেওয়া শুরু ক‌রে‌ছে দুদক।

দুদক সূত্রে জানা যায়, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ ১০০ কোটি বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ; মিরপুর ডিওএইচএস মিরপুরে বাড়ি, ঢাকার নিকুঞ্জ-১-এর ৬ নম্বর রোডে আজিজ রেসিডেন্স (বাড়ি নম্বর RCR9+F5P) নামীয় বাড়ি রয়েছে; তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও জোসেফের নামে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েক শ বিঘা জমি ক্রয় করেছেন।

এ ছাড়া আজিজ আহমেদের দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অন্যদিকে, নিজাম হাজারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এ ছাড়া তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

No comments:

Post a Comment