প্রধান’ সিনেমাটি নিয়ে দর্শক থেকে সমালোচক- সবাই দেবের প্রশংসা করছেন। জানা যায়, দেবের সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে উপচেপড়া দর্শক দেখা গেছে।
এদিকে ‘প্রধান’ সিনেমার সাফল্যের মাঝেই তিনি বছরে শেষে জোড়া সিনেমা, অর্থাৎ একই সঙ্গে দুটি সিনেমার মুক্তির ঘোষণা করলেন দেব।
দেব বছরের মাঝামাঝি সময় জানালেন, অতনু রায় চৌধুরী ও অভিজিৎ সেনের সঙ্গে আরও এক সিনেমার পরিকল্পনা করেছেন। ‘প্রধান’ সিনেমার সাফল্যের পর এ বছরও ক্রিসমাসে, দেবের জন্মদিনে আবারও বড় পর্দায় ফিরবেন তিনি।
তবে এ প্রসঙ্গে দেব বলেন, সেই সিনেমা কি ‘প্রধান’র সিক্যুয়েল হতে যাচ্ছে? দেব বলেন, এ বিষয়ে ভাবনাচিন্তা চলছে তবে সিক্যুয়েল হবে কিনা তা এখনো নিশ্চিত নই।
তবে এখানেই শেষ নয়, বছরের শেষে আরও একটি সিনেমার রিলিজের ঘোষনা করলেন সুপারস্টার দেব। ভক্তদের সঙ্গে শেয়ার করলেন তার আসছে সিনেমা ‘খাদান’র।
সিনেমার টিজার পোস্টারে দেবের পরনে রয়েছে লাল টিশার্ট, গলায় গামছা ও কালো প্যান্ট। তার হাতে কুড়াল দেবের ছবিটি হাতে আঁকা গ্রাফিক্সের।
যেখানে পিছন থেকে দেখা যাচ্ছে দেবকে। তার অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে, তার মুখে চোখে রাগ স্পষ্ট। দেবের হাতে কুড়ুাল ও তাকে উদ্দেশ্য করে অনেকেই সাহায্য চেয়ে হাত বাড়াচ্ছে।
সম্প্রতি ‘টেক্কা’র পোস্টার প্রকাশ্যে এসেছে। দেবের এ নতুন সিনেমা পরিচালনা করবেন সৃজিত মুখার্জী।
২০১৬ সালে সৃজিতের ‘জুলফিকার’ সিনেমায় প্রথম অভিনয় করেন দেব। তারপর আর সেভাবে সৃজিতের সঙ্গে অভিনয় করতে দেখা যায়নি দেবকে। পরপর বেশ কিছু ভালো সিনেমায় অভিনয় করেছেন দেব।
সৃজিতেরও বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে। সাত বছর পরে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন দেব-সৃজিত জুটি। সিনেমার শিরোনাম ‘টেক্কা’।
No comments:
Post a Comment